নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন এ কোম্পানিটির নাম হবে আইএফআইএল স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা থেকে চূড়ান্ত অনুমোদন নেবে কোম্পানিটি।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামিক ফাইন্যান্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ পয়সা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যেখানে ইপিএস ছিল ২৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে এনএভিপিএস ছিল ১৪ টাকা।
সর্বশেষ রেটিং অনুযায়ী, ইসলামিক ফাইন্যান্সের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও প্রাসঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৪৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৪ টাকা ২ পয়সা (পুনর্মূল্যায়িত)। এর আগের হিসাব বছরে মোট ১৪ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৭ টাকা ৭০ পয়সা। গতকাল দিনভর শেয়ারটি ১৭ টাকা ৬০ পয়সা থেকে ১৮ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০ টাকা ৯০ পয়সা ও ২২ টাকা ১০ পয়সা।
২০০৫ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৪০ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ার ১৪ কোটি ৩ লাখ ২৬ হাজার ৬৭২। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩২ দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৫ দশমিক ৪৫ শতাংশ ও বাকি ৩১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।