৯ মার্চ থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড। দ্বিতীয় দিনেও কোম্পানিটির শেয়ারদর ৫০ শতাংশ বেড়েছে।
নতুন কোম্পানির ক্ষেত্রে তালিকাভুক্ত হওয়ার প্রথম দুদিন শেয়ার দর ৫০ শতাংশ পর্যন্ত বাড়ার সুযোগ থাকে। তৃতীয় দিন থেকে স্বাভাবিক নিয়মে ১০ শতাংশ করে বাড়তে পারে শেয়ারদর। এ হিসেবে বৃহস্পতিবার থেকে স্বাভাবিক লেনদেনে যাচ্ছে কোম্পানিটি।
বুধবার কোম্পানিটির ১ কোটি ৩২ লাখ ১৩ হাজার ২৭টি শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৮ লাখ টাকায়। মঙ্গলবার কোম্পানিটির মাত্র ৪২১টি শেয়ার লেনদেন হয়েছিল।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে ইজেনারেশন লিমিটেড। মাত্র সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর দিনের সর্বোচ্চ দরে লেনদেন হয়ে ১০ টাকার শেয়ার পৌঁছেছে ৩৯ টাকা ৪০ পয়সায়। এখন কিছুটা উত্থান-পতন থাকলেও দর কমে আসার প্রবণতাই বেশি। বর্তমানে কোম্পানিটির শেয়ার লেনদেন হচ্ছে ৩৭ টাকা ২০ পয়সায়।
তালিকাভুক্ত হওয়ার পরপরই বিনিয়োগকারীদের প্রবল আগ্রহের কারণে এসব কোম্পানির শেয়ারের দর অতিমূল্যায়িত হয়ে যায়। পরবর্তী সময়ে যখন শেয়ার সরবরাহ বাড়ে তখন উচ্চমূল্যে শেয়ার কিনে লোকসান গুনতে হয়।
গত চার মাসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া রবি, এনার্জিপ্যাক, ডমিনোস স্টিল ও ক্রিস্টাল ইনস্যুরেন্সের শেয়ার উচ্চমূল্যে কিনে এখন লোকসান গুনছেন বিনিয়োগকারীরা।