1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

আজ লেনদেনের ২১ শতাংশ বেক্সিমকো রবির

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

সপ্তাহের শুরুতে গতি হারিয়ে ফেলা বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা মঙ্গলবার আবারও উঠে এসেছে লেনদেনের শীর্ষ তালিকায়। এদিন বেক্সিমকো লিমিটেডের ১ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৪২৭টি শেয়ার লেনদেন হয়েছে ১৪২ কোটি ৭২ লাখ টাকায়।

এছাড়া রবি আজিয়াটার ২ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে ১২৯ কোটি ৬ লাখ টাকায়। মঙ্গলবার মোট লেনদেনে এই দুই কোম্পানির অংশগ্রহণ ছিল ২১ শতাংশ।

বেতার তরঙ্গ নিলামে গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটার হাড্ডাহাড্ডি লড়াই শেষে সফল হয়েছে গ্রামীণফোন। ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে শেষ নয় নম্বর ব্লকে ৫ মেগাহার্টজ বেতার তরঙ্গ প্রতি মেগাহার্টজ ৪৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে গ্রামীণফোন। নিলামে রবি পিছিয়ে থাকলেও পুঁজিবাজারে গ্রামীণফোন ও রবির লড়াই এখনও চলছে।

বলা হচ্ছে, গ্রামীণফোনের শেয়ার প্রতি দরের কাছাকাছি যাবে রবি। এ নিয়ে ফেইসবুকভিত্তিক পুঁজিবাজার গ্রুপে প্রায়শ উঠে আসে বিভিন্ন পোস্ট।

মঙ্গলবার রবির শেয়ার প্রতি ২ টাকা ৪০ পয়সা বেড়ে হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আগের দিন যা ছিল ৫০ টাকা। তবে এদিন গ্রামীণফোনের শেয়ার দর কমেছে ২ টাকা ৯০ পয়সা। লেনদেন হয়েছে ৩৪৯ টাকায়।

গত তিন চার মাসে বেক্সিমকো লিমিটেডের পিপিই পার্ক স্থাপন, সুকুক বন্ড ছেড়ে তিন হাজার কোটি টাকা উত্তলনের নানা খবরে এগিয়ে ছিল কোম্পানিটি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা থেকে বেড়ে ৯০ টাকা ওপরে উঠে। তারপর কিছুটা কমে ৮০ টাকা নামে। মঙ্গলবার আবার ৮০ টাকা থেকে বাড়তে শুরু করে বর্তমানে লেনদেন হচ্ছে ৮৪ টাকা ৪০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ