পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট ইন্সুরেন্স লিমিটেড পরিশোধিম মূলধন ৪০ কোটি টাকার শর্ত পূরণ করতেই এবছর কেবল বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির সচিব ঝর্না পারুল এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সর্বনিম্ন ৪০ কোটি টাকার পরিশোধিত মূলধনের শর্ত পরিপালনের জন্য এবছর কোম্পানির পর্ষদ পুরোটাই বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও শর্তটি পরিপালন করতে গিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ি অতিরিক্ত কর দিতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারপরেও নগদ লভ্যাংশ দেওয়া যেত। কিন্তু আমাদের একটি ভবন নির্মাণ করা হচ্ছে, যেখানে অনেক বিনিয়োগের দরকার। তাই নগদ লভ্যাংশ দেওয়া হয়নি।
এদিকে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান রয়েছে। অন্যথায় অতিরিক্ত ট্যাক্সের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিটিকে জরিমানাস্বরুপ বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে ট্যাক্স প্রদান করতে হবে। যা কোম্পানিটির ২ শতাংশ নগদ লভ্যাংশের সমান।
তবে কোম্পানিটি ২০২০ হিসাব বছরে বড় মুনাফা করেছে এবং লভ্যাংশও বড় আকারে ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ টাকা ৩৮ পয়সা মুনাফা করেছে। ২০১৯ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছিল ১ টাকা ১৭ পয়সা। এবছর কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর মাত্র ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।