গত ২৮ ফেব্রুয়ারি পুঁজিবাজার বেশ কয়েকটি দুর্বল ও লোকসানি কোম্পানির পর্ষদ পুনগর্ঠন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তারপরও থেকেই মূলত বাড়তে থাকে দুর্বল বা জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার দর।
গুজব আছে, এমন জেড ক্যাটাগরির সব কোম্পানির পর্ষদ পুনগর্ঠন করবে বিএসইসি। আবার চালু হবে এসব কোম্পানি। তখন বর্তমান দামে আর শেয়ার পাওয়া যাবে না।
এমন আলোচনায় আগে যে জেড ক্যাটাগরির কোম্পানির শেয়ার দৈনিক লেনদেন হতো তিন থেকে চার লাখ, এখন সেটির লেনদেন হচ্ছে ৩০ থেকে ৩৫ লাখ।
যদিও বিএসইসি থেকে এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিএসইসি কমিশনার শেখ শামুসদ্দিন আহমেদ বলেন, আমরা বন্ধ কোম্পানিগুলো চালু করার জন্য পর্ষদ পুনগঠর্ন করছি, যেন কোম্পানিগুলো আবার চালু হতে পারে। কিন্ত ঢালাও ভাবে সব কোম্পানির পর্ষদ পুনগর্ঠন করা হবে এটি সঠিক নয়।
‘একটি কোম্পানির বন্ধ থাকার চেয়ে আবার চালু হলে তাতে সেই কোম্পানির ও লাভ। সবচেয়ে বেশি লাভবান হবে বিনিয়োগকারীরা। আমরা সেটিকেই গুরুত্ব দিচ্ছি।’
সোমবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানির তালিকার শীর্ষে ছিল জেড ক্যাটাগরির কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইল, সম্প্রতি যার পর্ষদ পুনগর্ঠন করা হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ০৯ শতাংশ।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স ও জেড ক্যাটাগরির কোম্পানি। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। ফ্যামিলিটেক্সের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। মিথুন নিটিংয়ের শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৭১ শতাংশ।