‘আইপিও আবেদনে ইস্যু ম্যানেজারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ সোমবার(৮ মার্চ) বিকেলে বিএসইসিতে সেমিনারটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, প্রতিটি মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং পোর্টফোলিও ম্যানেজারকে এ সেমিনারে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে, সেমিনার শেষে বাজারের পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে বিএসইসি কর্মকর্তাদের। সেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যাচাই, ডিউ ডিলিজেন্স কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।