সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ৪৫লাখ ৬৭ হাজার ৭৫২টি শেয়ার ৪৩ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৪ কোটি ৮২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টাকার সিঙ্গার বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আইডিএলসি ফাইন্যান্সের।
এছাড়া, অগ্রণী ইন্সুরেন্সের ২৩ লাখ ৯২ হাজার টাকার, বিডি থাইয়ের ২১ লাখ ১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ৩৪ লাখ ২০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৫ লাখ ১২ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ২৮ লাখ ৪১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২৫ লাখ ৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১০ লাখ ৩০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ৯ হাজার টাকার, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬ লাখ ৩ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, ড্রাগন সুয়েটার অ্যান্ড স্পিনিংয়ের ৫৭ লাখ টাকার, ই-জেনারেশনের ৫ লাখ ১৩ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ৮ লাখ ৭৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৪৮ লাখ ৬৩ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ২৬ লাখ ৪৩ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭ লাখ ৬০ হাজার টাকার, কোহিনূরের ১৬ লাখ ৩ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫১ লাখ ৪৪ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ১২ লাখ ৩৮ হাজার টাকার, রেকিট বেনকিজারের ৪৬ লাখ ৮ হাজার টাকার, রিপাবলিক ইন্সুরেন্সের ৪৬ লাখ ৮১ হাজার টাকার, সিলকো ফার্মার ২১ লাখ ৬৭ হাজার টাকার ও স্টাইল ক্রাফটের ১ কোটি ২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।