বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে রবি আজিয়াটা লিমিটেড ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
রবি: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ১২ এপ্রিল বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবি শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫০ টাকা।
গ্রীন ডেল্টা: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৩২ শতাংশ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ হিসাবে সমাপ্ত হিসাব বছরে গ্রীন ডেল্টার ইপিএস বেড়েছে ১২১ দশমিক ৬৭ শতাংশ। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৮ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ মার্চ বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম আহ্বান করা হয়েছে।