বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেড ২০১৮ সালে তিন গুণ এবং ২০২০ সালে আরও তিন গুণ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে কোম্পানিটির পরিশোধিত মূলধন হতে যাচ্ছে নয় গুণ।
কোম্পানিটি তার শেয়ার দর ধরে রাখতে পেরেছে, যদিও গত বছর করোনা সংক্রমণের পর দাম অর্ধেকে নেমে এসেছে।
২০১৮ সালে আরেক বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টসও ১০০ ভাগ অর্থাৎ একটির বিপরীতে একটি বোনাস শেয়ার দিয়েও দাম ধরে রাখতে পেরেছে।
২০১০ সালে ৫০০ শতাংশ, অর্থাৎ একটি শেয়ারের বিপরীতে পাঁচটি বোনাস শেয়ার দেয়ার পর ১০০ টাকার শেয়ারের দর ১৮ হাজার ৭০০ টাকা উঠে যাওয়ার পরও ফার্মা এইডে বিনিয়োগ করে লোকসান হয়নি বিনিয়োগকারীদের।