রোববার ডিএসইতে ৯ দশমিক ৫০ শতাংশ দর বেড়ে শীর্ষে ছিল লাফার্জহোলসিম লিমিটেডের। এছাড়া বিএটিবিসি শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। সামিট পাওয়ারের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ। ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ৩৫ শতাংশ।
এ তালিকায় ছিল বার্জারপ্রেইন্ট বাংলাদেশ, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, বিডি ফিন্যান্স।
দর পতনের শীর্ষে উঠে এসেছে সদ্য লভ্যাংশ ঘোষণা করা ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। ফান্ডটি ২০২০ সালে ইউনিটি প্রতি আয় করেছে ১ টাকা ৬৮ পয়সা। নিয়ম অনুযায়ী আয়ের ৭০ শতাংশ লভ্যাংশ আকারে ঘোষণা করার শর্ত থাকলেও ফান্ড ঘোষণা করেছে মাত্র ১ দশমিক ৬০ শতাংশ।
এতে নিয়ম অনুযায়ী যেখানে বিনিয়োগকারীরা ফান্ডের আয়ের বিপরীতে ১ টাকা ১৭ পয়সা লভ্যাংশ পাওয়ার কথা সেখানে দেয়া হয়েছে মাত্র ১৬ পয়সা।
এমন অবস্থায় রোববার ফান্ডটির ইউনিটি প্রতি দর কমেছে ৯ দশমিক ২৭ শতাংশ। এবং দিনের শীর্ষ দর পতন হওয়া কোম্পানির ছিল এটি। এছাড়া এ তালিকায় ছিল সিএনএটেক্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, প্রাইম লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, ডিফোডেল কম্পিউটার।