সদ্য তালিকাভুক্ত ইজেনারেশন লিমিটেড আগামী চার বছর বিনিয়োগাকরীদের কোনো প্রকার বোনাস লভ্যাংশ দিতে পারবে না।
বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘তালিকাভুক্ত হওয়ার নতুন কোম্পানির ক্যাটাগরি ধরে রাখার জন্য ভালো বোনাস লভ্যাংশ দিয়ে থাকে। কিন্তু আমরা চাই কোম্পানিগুলো প্রথমে নগদ লভ্যাংশ প্রদান করুন। সে পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে ইজেনারেশন লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাজহারুল ইসলাম বলেন, ‘এ-সংক্রান্ত কোনো নির্দেশনা এখন আমাদের কাছে আসেনি। এলে সেটা দেখে জানাতে পারব।’
বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে নিলামে শেষ হওয়া বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ক্ষেত্রেও শর্ত দেয়া হয়েছে, কোম্পানিট তালিকাভুক্ত হওয়ার পর পাঁচ বছর কোনো বোনাস লভ্যাংশ দিতে পারবে না।
গত ২৩ ফেব্রুয়ারি দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু করেছে ইজেনারেশন লিমিটেড। লেনদেন শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই শেয়ার দর বেড়েছে দিনের সর্বোচ্চ পরিমাণ। ফলে দর বেড়ে ১০ টাকার শেয়ার বুধবার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৯০ পয়সায়।
ইজেনারেশনের উদ্যোক্তা ও পরিচালকদের কাছে মোট শেয়ারের ৩৭ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৪২ শতাংশ একং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ১৯ শতাংশ শেয়ার রয়েছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্ব ‘২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে । এ সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ৪৫ পয়সা। সেখানে আগের বছরের একই সময়ে ছিল ৫৩ পয়সা।
আইপিওর মাধ্যমে ইজেনারেশন লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের ১ কোটি ৫০ লাখ ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে, যা দিয়ে বাণিজ্যিক স্পেস ক্রয়, লোন পরিশোধসহ আইপিও খাতে ব্যয় করা হবে।
বারাকা পতেঙ্গা এখনও বাজারে তালিকাভুক্ত হয়নি। বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে তালিকাভুক্ত হতে যাওয়া কোম্পানিটি তুলবে ২২৫ কোটি টাকা।
শেয়ারের দাম নির্ধারণে যে নিলাম হয়েছে, সেখানে কাট অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৩২ টাকা। তবে সাধারণ বিনিয়োগকারীরা ১০ শতাংশ কম দামে এই শেয়ার পাবে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ও সমন্বিত ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২০.৯৮ টাকা। সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪.৩৭ টাকা। সমন্বিত ছাড়া শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১.৮৪ টাকা।