তিন হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ার খবরে চাঙ্গা ছিল পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানির বেক্সিমকো লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এই কোম্পানির।
কোম্পানিটির ১ কোটি ৭০ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন হয়েছে ১৪৫ কোটি টাকায়। তবে আগের দিনের তুলনায় এক টাকা ৪০ পয়সা দাম কমেছে। আগের দিন দাম ৮৫ টাকা ৪০ পয়সা হলেও এখন তা দাঁড়িয়েছে ৮৪ টাকা।
তারপরেই ছিল রবি আজিয়াটা, যার ১ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৬৯ কোটি ৯৮ লাখ টাকায়।
প্রতিষ্ঠানটির শেয়ারের দামও বেড়েছে। ৪৬ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৯ টাকা ২০ পয়সা।
বেক্সিমকোফার্মার ২৪ লাখ ৫২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯৪ লাখ টাকায়।
দাম কমেছে এই কোম্পানিরও। ১৯৪ টাকা ১০ পয়সা থেকে কমে হয়েছে ১৮৮ টাকা ৪০ পয়সা।
লংকাবাংলা ফিন্যান্সের ১ কোটি ৩ লাখ ১৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৯ লাখ টাকায়।
দর হারিয়েছে এই কোম্পানিও। ৩৫ টাকা ৮০ পয়সা থেকে কমে হয়েছে ৩৪ টাকা ৩০ পয়সা।
সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় ছিল লাফার্জ হোলসিম বাংলাদেশ, সামিট পাওয়ার, জিবিবিপাওয়ার।