পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তকে অযাচিত বলেছেন।তিনি বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংক চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ সীমা, প্রভিশন সংরক্ষণের বিষয়ে নির্দেশনা দিতে পারে। কিন্তু কোনো প্রতিষ্ঠান লাভ করলে সেখানে থেকে কত লভ্যাংশ দেবে, সেটা সেই প্রতিষ্ঠানের নিজস্ব বিষয়। এখানে সীমা বেধে দেয়ার কোনো প্রয়োজন নেই।’
এই ঘোষণায় বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘আইডিএলসি যখন লভ্যাংশ ঘোষণা করল, তখন বিনিয়োগকারীরা ৭০ টাকার বেশি দামে আইডিএলসির শেয়ার কিনেছে। বিনিয়োগকারীরা লভ্যাংশ হিসাব করেই নতুন বিনিয়োগ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের পর এক দিনে দাম কমল ৩ টাকা ৩০ পয়সা। এখন তাদের লোকসানের দায় কে নেবে?’
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আনম আতাউল্লাহ নাঈম বলেন, ‘যাদের সক্ষমতা নেই তারা যদি লভ্যাংশ দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক তাদের আটকাতে পারে। কিন্তু যে কোম্পানির সক্ষমতা আছে তাকে তা দিতে দেয়া উচিত। সব প্রতিষ্ঠানের জন্য একধরনের সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য ভালো হবে না।’
তিনি বলেন, ‘বিনিয়োগকারীরা অপেক্ষায় থাকেন বছর শেষে কোম্পানি ভালো লভ্যাংশ দেবে। এটাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের কারণ। কিন্তু সেখানেও যদি বাধা দেয়া হয় তাহলে সার্বিক পুঁজিবাজারে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।’