কেন্দ্রীয় ব্যাংক লভ্যাংশ ঘোষণার বিষয়ে নীতিমালা দেয়ার পর বৃহস্পতিবার আর্থিক খাতের শেয়ারের ব্যাপক মূল্য পতন হয়েছে।
সামগ্রিকভাবে সূচক বাড়লেও সবচেয়ে বেশি দরপতন হওয়া ১৮টি প্রতিষ্ঠানের ১০টিই আর্থিক খাতের।
এই খাতের ২৩টি কোম্পানির মধ্যে একটির লেনদেন স্থগিত আছে দীর্ঘদিন ধরে। দুটির শেয়ার দর আছে ফ্লোর প্রাইসে। অর্থাৎ এর চেয়ে আর দাম কমতে পারবে না।
বাকি ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬টি প্রতিষ্ঠানই দর হারিয়েছে এক দিনে। দর ধরে রাখতে পেরেছে তিনটি প্রতিষ্ঠান। আর সামান্য দাম বেড়েছে কেবল সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবির, যেটির কর্মপন্থা অন্য আর্থিক প্রতিষ্ঠানের মতো নয়।