1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

ডেল্টা লাইফে নিরীক্ষক দিল বিএসইসি

  • আপডেট সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
DElta-Life

১১ ফেব্রুয়ারি আইডিআরএ সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লাকে ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ দেয়া হয়। সেদিন যোগদান করে নতুন নিরীক্ষক নিয়োগের কথা জানান তিনি। তবে এই প্রতিষ্ঠান ও বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএর পরস্পরবিরোধী বক্তব্যের কারণে ডেল্টায় নিরীক্ষক বসালো বিএসইসি।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ আইডিআরএ বক্তব্য ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃপক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের কারণে কোম্পানিটিতে নিরীক্ষক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সংস্থাটিতে এর আগে প্রশাসক বসায় আইডিআরএ। এ নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে টানাপড়েন চলছে।

সোমবার বিএসইসির আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিশনের এই সিদ্ধান্তের কথা জানান।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের একটি কোম্পানি।

বিএসইসি এমন সিদ্ধান্ত নিতে পারে কিনা এমন প্রশ্নে শিবলী রুবাইয়ত-উল-ইসলাম বলেন, ‘আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে আলাপ হয়েছে। ডেল্টা লাইফের পক্ষ থেকেও লোকজন এসেছিল। তাদের কথায় কিছু অসঙ্গতি পাওয়া যায়। পরবর্তীতে মন্ত্রণালয়ের মাধ্যমে ডেল্টা লাইফে নিরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই কিছুটা সময় লেগেছে। গত সপ্তাহের শুরুতেই নিরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে কোম্পানিটিতে।’

কী হয়েছিল ডেল্টা লাইফে

ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমানের পুনঃনিয়োগ নিয়োগ অনুমোদন করেনি বিমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। পাশাপাশি কোম্পানিটিকে জরিমানা করার হুমকি দেয়া হয়। এই অভিযোগ এসে গত ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন ডেল্টা লাইফ।

এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান বলেন, আইডিআরএ-এর বর্তমান চেয়ারম্যান মোশাররফ হোসেন একসময় এ কোম্পানিতে চাকরি করতেন। পরবর্তীতে তিনি এ কোম্পানি থেকে চলে যান। এই ক্ষোভের বশেই তিনি প্রতিশোধ নিচ্ছেন।

এতে অভিযোগ করা হয়, আইডিআরএ চেয়ারম্যান তাদের কাছ থেকে ঘুষ দাবি করেছেন। আর এর তথ্য প্রমাণও আছে। সেসব তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশনকেও দেয়া হয়েছে।

তবে এমন অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন মানহানির মামলা করেছেন ডেল্টা লাইফের বিরুদ্ধে। পরে আবার দুদকে অভিযোগ তুলে নেয়ার আবেদন করা হয়েছে ডেল্টা লাইফের পক্ষ থেকে।

ওই সংবাদ সম্মেলনে চার দিন পর ১১ ফেব্রুয়ারি আইডিআরএ সাবেক সদস্য সুলতান-উল-আবেদিন মোল্লাকে ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগ দেয়া হয়। সেদিন যোগদান করে নতুন নিরীক্ষক নিয়োগের কথা জানিয়েছিলেন তিনি।

একই দিন ডেল্টা লাইফের ভ্যাট ফাঁকির অভিযোগ জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর কোম্পানিটিকে ৩৫ কোটি টাকার জরিমানা করে।

সোমবার বিএসইসির পক্ষ থেকে নতুন নিরীক্ষক নিয়োগের বিষয়ে নিউজবাংলার পক্ষ থেকে প্রশাসক সুলতান-উল-আবেদন মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ