ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এদিন ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। গতকাল ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ৬৫ লাখ ৪৪ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে এ তথ্য।
জানা গেছে, বেক্সিমকো এই মার্কেটে গতকাল ৩২ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে। এর পরে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড ৩১ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে। তৃতীয় সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটি ১৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন করে। এছাড়া বারাকা পাওয়ার লিমিটেডের সাত লাখ টাকার, বিডি ফাইন্যান্স লিমিটেডের ১৮ লাখ টাকার, বিডি থাই লিমিটেডের ৪২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।