পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, হাক্কানি পাল্প, এম.আই সিমেন্ট, আফতাব অটোস, নাভানা সিএনজি, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
সূত্র জানায়, কোম্পনিগুলো নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর কুইন সাউথ টেক্সটাইল সিডিবিএলের বোনাস শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরে ইনফরমেশন সার্ভিসেস ১ শতাংশ নগদ, হাক্কানি পাল্প ২ শতাংশ নগদ, এম.আই সিমেন্ট, নাভানা সিএনজি ও আফতাব অটোস ১০ শতাংশ নগদ, কেপিপিএল দশমিক ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এছাড়া কুইন সাউথ টেক্সটাইল ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ।