ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য বিস্তার করেছে ডিসেম্বর ক্লোজিং কোম্পানি। তালিকার ১০ কোম্পানির মধ্যে ৮টিই ডিসেম্বর ক্লোজিং। আজ টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি।
এদিন কোম্পানিটির দর ৩ টাকা ৬০ পয়সা বা ৮.৫৫ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১২ বারে ৫ লাখ ৫১ হাজার ৮৯২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা বা ৮.৩৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৩ টাকা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৬৭২ বারে ২৩ লাখ ১৭ হাজার ৩১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯২ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯৯ টাকা ৯০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ এক হাজার ৬৯৮ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার ব্যাংক, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আইডিএলসি ফিন্যান্স, আমান কটন ফাইবার্স, ইউসিবি এবং ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড।