বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ‘এ প্লাস’। আর স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-৩’। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর দুই দশমিক ৩৬ শতাংশ বা ৩০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ১২ টাকা ৭০ পয়সা। দিনজুড়ে ৫৪ হাজার ১১০ শেয়ার ৪৬ বার হাতবদল হয়, যার বাজারদর ছয় লাখ ৮০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ১২ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১২ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়। গত এক বছরে শেয়ারদর ৯ টাকা থেকে ১৪ টাকার মধ্যে ওঠানামা করে।
২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোনো লভ্যাংশ না দেয়ার ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বস্ত্র খাতের এই কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৬ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৮০ কোটি ৭৭ লাখ টাকা। কোম্পানির মোট ছয় কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৯৪৬ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪৯ দশমিক ৭২ শতাংশ, প্রাতিষ্ঠানিক ২৩ দশমিক ৯৭ শতাংশ ও বাকি ২৬ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর কাছে।