ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮০টির বা ৫০.৮৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, লেনদেনের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার এনার্জিপ্যাকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৫.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬.৫০ টাকা বা ৯.৮৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ৭.৬৯ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.১২ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ৫.৩৭ শতাংশ, ইনটেকের ৫.২১ শতাংশ, জুট স্পিনার্সের ৪.১৬ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.১০ শতাংশ, অলটেক্সের ৩.৮৪ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ৩.৮৪ শতাংশ কমেছে।