ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৯ টাকা ২০ পয়সা বা ২৩.৭০ শতাংশ বেড়ে তালিকার শীর্ষে রয়েছে।
তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটি সর্বশেষ ১০০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫ হাজার ১২১ বারে ৪৯ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৭.৬১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৫৯০ বারে ২ লাখ ৯৭ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফনিক্স ফিন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.৮৪ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম, বিএটিবিসি, লংকাবাংলা ফিন্যান্স, বে-লিজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও এসএস স্টিল লিমিটেড।