1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

প্রথম দিনেই মীর আক্তারের শেয়ার দর বাড়ল ৫০%

  • আপডেট সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বাংলাদেশের পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ারের দর লেনদেনের শুরুর দিনেই ৫০ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার ৮১ টাকায় হাতবদল হয়।

আইপিওতে মীর আক্তার হোসেনের শেয়ার ৫৪ টাকায় বিক্রি হয়। সে হিসেবে প্রথম দিনে বিনিয়োগকারীরা ৫০ শতাংশ বেশি দামে তা বিক্রি করতে পেরেছেন।

এ দিন ৪৫ বারে মীর আক্তারের মোট ৭৩০টি শেয়ার হাতবদল হয়, টাকার অঙ্কে যার দাম ৫৯ হাজার ১৩০ টাকা।

তালিকাভুক্তির পর প্রথম ও দ্বিতীয় দিনের লেনদেনে এখন নতুন কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫০ শতাংশই বাড়তে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

মীর আক্তার ২ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৪৭টি সাধারণ শেয়ার পুঁজিবাজারে ছেড়েছে।

এই শেয়ারের মধ্যে ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৭৪৭টি শেয়ার পায় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। বাকি ১ কোটি ৩ লাখ ৮৫ হাজার ৮০০টি শেয়ার পায় সাধারণ বিনিয়োগকারীরা।

অংশীদারি ব্যবসা থেকে ১৯৮০ সালে প্রাইভেট কোম্পানিতে রূপ নেয় মীর আক্তার হোসেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন কোম্পারি ব্যবস্থাপনা পরিচালক।

কোম্পানিটি সড়ক, সেতু, রেল পথ, পাঁচ তারকা হোটেল ও বিদ্যুৎকেন্দ্রসহ বড় স্থাপনা তৈরি করে থাকে।

২০১৪-১৫ অর্থবছরে ৩৯ কোটি ৫৩ লাখ টাকা মুনাফা করেছে মীর আক্তার হোসেন। পরের চার বছরেও মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি দেখিয়ে সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরের ৬৩ কোটি ২৫ লাখ টাকা মুনাফা করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫