সম্প্রতি পুঁজিবাজারে লেনদেন কমা নিয়ে আতঙ্কের কিছু নেই বলে আশ্বস্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পুঁজিবাজারের এই নিয়ন্ত্রক সংস্থা বলছে, দেশব্যাপী ব্রোকার হাউজের শাখা খোলা, দেশে ও বিদেশে ডিজিটাল বুথ ও দেশের বাইরে থেকে নতুন বিনিয়োগ এনে পুঁজিবাজার উন্নয়নে কাজ চলছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ-সম্পর্কিত রোড শোবিষয়ক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই রোড শো। এ সময় প্রবাসী বাংলাদেশিসহ পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহীদের জন্য আয়োজিত হবে সেমিনার ও আলোচনা সভা।
বিএসইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘দুবাইতে আমরা শুধু পুঁজিবাজারের ব্র্যান্ডিং করব না, বরং পুরো বাংলাদেশকে ব্র্যান্ডিং করব। এতে সেখানে বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি বিনিয়োগকারীরা দেশের পুঁজিবাজারে বিনিয়োগ আগ্রহী হবে।
‘আমরা চার দিনের আয়োজনে ক্যাটাগরিভিত্তিক সভা-সেমিনারের আয়োজন করেছি।’
দেশের পুঁজিবাজারের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের যেসব বড় বড় বহুজাতিক কোম্পানি ব্যবসা করছে, তাদের প্রকৃতপক্ষে টাকার প্রয়োজন নেই।
‘তাদের মূল প্রতিষ্ঠান বিদেশ থেকে তাদের অর্থ সরবরাহ করে থাকে। তাদের পুঁজিবাজারে নিয়ে আসতে হলে বিশেষ সুযোগসুবিধা দিতে হবে। এর মধ্যে প্রধান কর সুবিধা। তালিকাভুক্ত ও নন-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে করপোরেট করের হারের পার্থক্য তৈরি করা সম্ভব হলেই কেবল তারা পুঁজিবাজারে আসবে।’
তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আগামী বাজেটে প্রত্যাশা থাকবে যেন এই করের পার্থক্য ১৫ শতাংশ পর্যন্ত হয়।’
সংবাদ সম্মেলনে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, ‘কমিশন নানাভাবে চেষ্টা করছে পুঁজিবাজারে লেনদেন বাড়াতে। আমরা দেখেছি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোনো কোনো সময় কোম্পানির শেয়ারের অতিমূল্য নির্ধারণ করে। এখন সেটি নিয়ন্ত্রণে নির্দেশনা জারি করা হয়েছে। সবাই যাতে শেয়ার পায় এ জন্য সবাইকে আনুপাতিক হারে আইপিও শেয়ার দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে। এতে বাজারের প্রতি বিনিয়োগাকরীদের আস্থা বাড়বে। ’
তিনি বলেন, ‘দুবাইতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ে আলোচনার পাশাপাশি ডিজিটালপদ্ধতিতে আইপিও খোলার উদ্বোধন করা হবে। একই সঙ্গে দুবাই প্রবাসীদের বিনিয়োগ সহজ করতে সেখানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রথম ডিজিটাল বুথ উদ্বোধন করা হচ্ছে।’