আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৫.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি ২৭ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে মীর আখতার হোসাইনের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ৭.৪৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৪.৬২ শতাংশ, ওয়ালটনের ৪.৪৭ শতাংশ, আমান কটনের ৩৩.৪০ শতাংশ, আইসিবি এমপ্লয়েজ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান :স্কিম ওয়ানের ২.৯৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ২.৯০ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ২.৭০ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ২.৬৪ শতাংশ বেড়েছে।