1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

কারখানা চালুর সিদ্ধান্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, অলটেক্স ইন্ডাস্ট্রিজের কারখানার উৎপাদন বন্ধ থাকার পর পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি পুনরায় উৎপাদন শুরু করবে। এর আগে কোম্পানিটি গ্যাসলাইন মেরামতের কাজ সম্পূর্ণ না হওয়ায় দুই দফায় কারখানা সাময়িক বন্ধের ঘোষণা দেয়। প্রথম দফায় গত ২ নভেম্বর থেকে ৪৫ দিন কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর গত ২০ ডিসেম্বর থেকে আরও ৩০ দিন কারখানা বন্ধের সময় বাড়ানো হয়।

কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘জেড’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা এবং রিজার্ভের পরিমাণ ৩২ কোটি ৩৪ লাখ টাকা। কোম্পানিটির পাঁচ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪০ দশমিক ৭৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১০ দশমিক ৪৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৮ দশমিক ৭৭ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫