বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের উদ্যোক্তা নাভিদ হাশমেত শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা নাভিদ হাশমেতের কাছে থাকা কোম্পানির মোট ৯ লাখ এক হাজার ৯৩৫ শেয়ারের মধ্য থেকে ৫০ হাজার শেয়ার, তার স্ত্রী নাদিরা পারভীনকে (জেনারেল শেয়ারহোল্ডার) স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে দেবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসই’র অনুমোদন সাপেক্ষে উল্লিখিত পরিমাণ হস্তান্তর করবেন।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ১৪৬ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ১৪৬ টাকা ৩০ পয়সা। দিনজুড়ে তিন হাজার ৭৭টি শেয়ার মাত্র ৪৮ বার হাতবদল হয়, যার বাজারদর চার লাখ ৫০ হাজার টাকা। গত এক বছরে শেয়ারদর ১২০ টাকা ৯০ পয়সা থেকে ২৫৭ টাকার মধ্যে ওঠানামা করে।
কোম্পানির ৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২০ কোটি ১৪ লাখ টাকা। বস্ত্র খাতের এ কোম্পানিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। কোম্পানির মোট এক কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭৫০ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৪২ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক পাঁচ দশমিক ৫১ শতাংশ ও বাকি ৫২ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।