আদালতের অনুমতি পেলেই এজিএম করবে ২ কোম্পানি।
পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের দুই কোম্পানি আমান ফিড ও আমান কটন ফাইবার্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কোম্পানি দুইটি গত ২৭ জানুয়ারী উচ্চ আদালতের সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তারা আদালত থেকে অনুমতি পেলে খুব তাড়াতাড়ি এজিএম অনুষ্ঠান করবে।
এর আগে গত ৩০ ডিসেম্বর কোম্পানি দুইটি এজিএম স্থগিতের ঘোষণা দেয়।