রবিবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৫৬টি কোম্পানির ৮২২ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বেক্সিমকোর ১ কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৫১৯টি শেয়ার ১১ হাজার ৮৯২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৫৫ কোটি ৮ লাখ ২২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ ৫৫ কোটি ৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন এবং তৃতীয় সর্বোচ্চ ৪১ কোটি ৪১ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের।
ডিএসইতে টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৩৭ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকার, সামিট পাওয়ারের ৩৫ কোটি ৬৬ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ৩২ কোটি ৯১ লাখ ৫৯ হাজার টাকার, এনার্জিপ্যাক পাওয়ারের ৩১ কোটি ৩৯ লাখ ২৪ হাজার টাকার, বিকন ফার্মার ১৭ কোটি ৫৫ লাখ ৫৯ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ১৪ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকার এবং লাফার্জহোলসিমের ১৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।