শেফার্ড ইন্ডাস্ট্রিজ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) লোকসান করেছে। গতকাল শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১১ পয়সা।
দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ১২ পয়সা।