গত এক মাস ধরে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেড একদিন পর আবার ফিরে পেয়েছে লেনদেনের শীর্ষ অবস্থান।
প্রতিষ্ঠানটির এক কোটি ৬৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে ১৩২ কোটি টাকায়।
দ্বিতীয় স্থানে ছিল রবি, যার এক কোটি ২৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকায়।
তৃতীয় অবস্থানে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের তিন লাখ শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি টাকায়।
সবচেয়ে বেশি লেনদেনের তালিকায় ছিল বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন।
খাতভিত্তিক লেনদেনে মিশ্রাবস্থা ছিল ব্যাংকের শেয়ারে। তবে দর পতনের দিক দিয়ে সবচেয়ে বেশি কমেছে বিমা খাতের শেয়ারের। এদিন তালিকাভুক্ত ৪৯টি বিমা কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ১২টির।