‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য দুই শতাংশ নগদ (উদ্যোক্তা বা পরিচালক ব্যতীত কেবল সাধারণ বিনিয়োগকারীদের) আর আট শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে (সব বিনিয়োগকারীদের)। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে উন্নীত হলো কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আজ বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে।
এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক জারি করা নিয়ম অনুযায়ী স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো সিকিউরিটির ক্যাটেগরি পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তিত ক্যাটেগরিতে ওই সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদানে প্রথম ৩০ দিন নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
কোম্পানিটি ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ১১০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০২ কোটি ৬০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫১ কোটি ৩৭ লাখ টাকা। কোম্পানির ১০ কোটি ২৬ লাখ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৬৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৪৪ দশমিক ৬৫ শতাংশ শেয়ার।