শেয়ারবাজারে তালিকাভুক্ত আর.এন স্পিনিং মিলস আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। যা কোম্পানিটির ব্যবসাকেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এ কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, কারখানায় অগ্নিকাণ্ডে কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে ৬০৭ কোটি ১১ লাখ টাকার নিট লোকসান হয়েছে। তবে বীমা কোম্পানিতে মাত্র ১৩২ কোটি ৪৬ লাখ টাকার সম্পদ ও মজুদ পণ্য বীমা করা ছিল।
এদিকে ২০১৯-২০ অর্থবছরে কোম্পানিটির নিট লোকসান হয়েছে ৩৪ কোটি ৪৯ লাখ টাকা। যাতে করে ২০২০ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাড়িঁয়েছে ৪৩৯ কোটি ৭০ লাখ টাকায়। এরফলে কোম্পানিটিতে সম্পদের অপর্যাপ্ততা দেখা দিয়েছে। যে কোম্পানিটিতে শেয়ারপ্রতি নিট সম্পদ আছে মাত্র ৩৩ পয়সার।
কোম্পানিটির পূণ:রায় উৎপাদন কার্যক্রম চালু করার ক্ষেত্রে করোনার প্রভাব ও অর্থায়নের অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এরমধ্যেও কোম্পানি কর্তৃপক্ষের পুরো প্লান্ট পূণ:স্থাপনের ইচ্ছা রয়েছে।
তবে আর.এন স্পিনিংয়ের চলমান শোচণীয় দুরাবস্থার কারনে ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
উল্লেখ্য, ২০১০ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আর.এন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৯২ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে ৭০ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।
রবিবার (২৪ জানুয়ারি) লেনদেন শেষে আর.এন স্পিনিংয়ের শেয়ার দর দাড়িঁয়েছে ৪ টাকায়।