বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২ হাজার ৭০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন বেক্সিমকোর ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৩১১টি শেয়ার ৮ হাজার ৬২২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ১৮৪ কোটি ১ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৮.৮৮ শতাংশ।
ডিএসইতে এদিন দ্বিতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৭২ লাখ ৬৮ হাজার টাকার বেক্সিমকো ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৯৭ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রবি আজিয়াটার।
ডিএসইতে টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ারের ৮০ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮০ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৭২ কোটি ৪৭ লাখ ১৬ হাজার টাকার, সিটি ব্যাংকের ৬৩ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৫২ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫১ কোটি ৬২ লাখ ১৭ হাজার টাকার এবং বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৪৬ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।