পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস কাঁচামাল সংকটের কারণে উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে্। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) সোমবার বিষয়টি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি জানায়, করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে পাইপ তৈরির প্রধান কাঁচামাল পিভিসি রেসিন সরবরাহে সংকট রয়েছে।
এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এতে কোম্পানিটি উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যায় পড়ছে।
এসব কারণে সোমবার থেকে উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। তবে কাঁচামাল সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন আবার শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে গত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আজিজ পাইপস। কোম্পানির আর্থিক বিবরণ অনুযায়ী, তাদের শেয়ার প্রতি আয় হয়েছে শূণ্য দশমিক ২৬ টাকা। পুঁজিবাজারে ১৯৮৬ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন পাঁচ কোটি ৩৪ লাখ টাকা।