1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

বিনিয়োগকারীদের বাজার বিমুখ হওয়ার ব্যাখ্যা দিল বিএসইসি

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
bsec

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমান শেয়ারবাজারের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং বিগত সময়ে লটারির মাধ্যমে খোলা বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট বাতিলের ফলে বিগত আট বছরে বিও অ্যাকাউন্টের সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) এক ব্রিফিংয়ে জানান, পূর্বে আইপিও শেয়ার বরাদ্দের জন্য প্রচলিত লটারি সিস্টেমে নিবাসী ও অনিবাসী ব্যক্তি একাধিক বিও অ্যাকাউন্ট খুলে লটারি আবেদন করতেন। তবে কমিশন ২০২১ সালে এই লটারি সিস্টেম বাতিল করে আনুপাতিক শেয়ার বণ্টনের পদ্ধতি চালু করে, ফলে শেয়ার প্রাপ্তির হার কমে যায়।

তিনি বলেন, নামে-বেনামে খোলা বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি পরিশোধের বাধ্যবাধকতার কারণে অনেক বিনিয়োগকারী বেনামি বিও হিসাব বন্ধ করে দেন। এর ফলে বাজারে সক্রিয় বিও অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

এছাড়া, সরকারি সিকিউরিটিজের (যেমন সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড ইত্যাদি) মুনাফার হার বাড়ায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ারবাজার থেকে সরে গেছেন। বিগত এক বছরে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক প্রায় এক হাজার পয়েন্ট কমেছে। ফলে সাধারণ বিনিয়োগকারীরা তাদের কষ্টার্জিত টাকা ঝুঁকিপূর্ণ খাতে বিনিয়োগ করতে অনিচ্ছুক বলে মনে করেন বিএসইসির এই মুখপাত্র।

এদিকে, শেয়ারবাজারে নতুন তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা কমার পাশাপাশি বৈশ্বিক অস্থিতিশীল রাজনীতি এবং অর্থনীতির কারণে কোম্পানির মুনাফা কমে যাওয়াও বিও অ্যাকাউন্ট কমার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

তবে বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম কিছু ইতিবাচক বার্তা দিয়ে বলেছেন, সাধারণ বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা কমলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে, যা শেয়ারবাজারের জন্য আশার কথা। বর্তমান কমিশনের সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তিনি এবং ভবিষ্যতে বিও হিসাবের সংখ্যা বাড়ার প্রত্যাশা প্রকাশ করেছেন।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে সেখানে মোট বিও অ্যাকাউন্ট ছিল ২৯ লাখ ২৯ হাজার ১৮৯টি, যা ২০২৪ সালে ১৬ লাখ ৬৪ হাজার ৯৫২টিতে নেমে এসেছে। এর ফলে গত আট বছরে ১২ লাখ ৬৪ হাজার ২৩৭ জন বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে দূরে সরে গেছে, যা বাজারের জন্য একটি চিন্তার বিষয়। ২০২৩ সালে বিও অ্যাকাউন্টধারীদের সংখ্যা ছিল ১৭ লাখ ৫৬ হাজার ১০৪।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫