শেয়ারবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ২০২৩ সালের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৮.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছে। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০ টায় অনুষ্ঠিত ব্যাংকটির ২৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।
ডিভিডেন্ড অনুমোদন ছাড়াও সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন ও নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম।
সভায় ব্যাংকের পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কোম্পানি সেক্রেটারি এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।