পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যাংক পিএলসি ৬০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাসেল ৩ এর গাইডলাইন অনুসারে টায়ার টু মূলধন বাড়ানোর জন্য এই ইস্যু করে অর্থ সংগ্রহ করা হবে। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ র্বসায়ন ঘটবে। বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
এর আগে ব্যাংকটি কুপন-যুক্ত বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করার যে সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ সভায় তা প্রত্যাহার করা হয়েছে।