সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৮টির শেয়ারদর কমেছে। এদিন ডিএসইর টপটেন লুজার তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিই বিমা খাতের। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হওয়ায় তালিকার শীর্ষে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১১ জুন) ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৬০ পয়সা বা ৩ শতাংশ কমেছে।
দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ২ দশমিক ৯৯ শতাংশ। পাশাপাশি ২ দশমিক ৯৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।
এদিন ডিএসইতে টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী আঁশ, কর্ণফূলী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, গ্লোবাল ইসলামী ব্যাংক, মনোস্পুল পেপার এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৫১টির, কমেছে ৩০৮টির। বাকি ৩৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।