বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতে। ফলে এই ৮ খাতের বিনিয়োগকারীরা আলোচ্য সপ্তাহে মুনাফায় রয়েছে। একই সময়ে সপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ট্যানারি খাতে। সপ্তাহজুড়ে এই খাতে দর বেড়েছে ৪.৪৭ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাইফ ইন্সুরেন্স খাত। আলোচ্য সপ্তাহে এই খাতে দর বেড়েছে ৩.৬৬ শতাংশ।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কর্পোরেট বন্ড খাতে ২.৩৯ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৫২ শতাংশ, টেলিকম খাতে ০.৬১ শতাংশ, আর্থিক প্রতিষ্ঠান খাতে ০.৫৯ শতাংশ, সিমেন্ট খাতে ০.৩৮ শতাংশ এবং সিরামিক খাতে ০.২০ শতাংশ দর বেড়েছে।