পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার বেলা সাড়ে ১০ টা পর্যন্ত দরপতনে লেনদেন চলছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে ৫ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে এই দরপতনের বাজারে দুই কোম্পানির শেয়ার সর্বোচ্চ দর বেড়ে হল্টেড হয়েছে। কোম্পানি দুটি হলো- ঢাকা ঢায়িং ও গ্লোবারল হ্যাবি ক্যামিকেল।
এর মধ্যে ঢাকা ডায়িংয়ের শেয়ার দর ৮০ পয়সা বেড়ে ৯ টাকা ১০ পয়সা হয়েছে। অপরদিকে গ্লোবাল হ্যাবি কেমিক্যালের শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বেড়ে ৩৭ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।