পতনের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আজ সোমবারও পতন প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সাড়ে ৩৭ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের নেপথ্য ভুমিকায় ছিল ১০ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্রাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বেক্সিমকো ফার্মা, সোনালী আঁশ, বিকন ফার্মা, পাওয়াগ্রীড কোম্পানি, প্রাইম ব্যাংক, কোহিনুর কেমিক্যালস, শাহজালাল ইসলামি ব্যাংক এবং সিটি ব্যাংক পিএলসি।
কোম্পানিগুলোর শেয়ার দর আজ কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে পৌনে ৩৩ পয়েন্ট।
আজ ডিএসইর সূচক পতনের শীর্ষ প্রতিষ্ঠান ছিল ব্রাক ব্যাংক। এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ১০.৪২ পয়েন্ট।
এদিন ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। আজ কোম্পানিটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৬.২৭ পয়েন্ট।
একইভাবে আজ ডিএসইর সূচকের পতনে ঘটিয়েছে বেক্সিমকো ফার্মা ৩.৬২ পয়েন্ট, সোনালী আঁশ ৩.২৮ পয়েন্ট, বিকন ফার্মা ২.০৯ পয়েন্ট, পাওয়াগ্রীড কোম্পানি ১.৮৪ পয়েন্ট, প্রাইম ব্যাংক ১.৩৮ পয়েন্ট, কোহিনুর কেমিক্যালস ১.৩২ পয়েন্ট, শাহজালাল ইসলামি ব্যাংক ১.৩০ পয়েন্ট এবং সিটি ব্যাংক পিএলসি ১.২১ পয়েন্ট।