বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেসরকারি শীর্ষ প্রতিষ্ঠান সামিট গ্রুপের নেতৃত্বে কৌশলগত পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এতে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের (এসওএসসিএল) চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়েছে জাফর উম্মিদ খানকে।
১৭ এপ্রিল এসওএসসিএলের বোর্ড সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়।
অন্যদিকে শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয় লতিফ খানকে। এসপিএলের বোর্ড সভায় তাকে কোম্পানিটির চেয়ারম্যান পদে নির্বাচিত করা হয়। তারা প্রতিষ্ঠান দুটির ভাইস চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন।
কৌশলগত পরিবর্তনের বিষয়ে সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আজিজ খান গণমাধ্যমকে বলেন, ‘সামিটের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন হয়েছে। এটি করতে পারা আমার জীবনের অন্যতম সেরা অর্জন। আমি গত এক দশক নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করে আসছি। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে সামিট গ্রুপের কোম্পানিগুলোর বিভিন্ন পদে আমার ও ভাইদের সন্তানদের ব্যবসার সঙ্গে যুক্ত করেছি। আর আমার ভাইয়েরা এতদিন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এ বছর আমি ৭০ বছরে পা দিয়েছি। তাই নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর এখনই উপযুক্ত সময়।’
চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর জাফর উম্মিদ খান গণমাধ্যমকে বলেন, ‘সামিট গ্রুপের চেয়ারম্যান আমাকে সামিট অয়েল অ্যান্ড শিপিংয়ের চেয়ারম্যান পদের দায়িত্ব হস্তান্তর করেছেন। আমার প্রত্যাশা এ প্রতিষ্ঠানকে আরো সফল অবস্থায় পরবর্তী প্রজন্মের কাছে দিতে পারব, এটাই এখন আমার মূল লক্ষ্য।’
অন্যদিকে সামিট পাওয়ারের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর লতিফ খান বলেন, ‘আমাদের প্রিয় বড় ভাই ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের (আজিজ খান) নির্দেশনার অধীনেই আমি নতুন পদে দায়িত্ব পালন করব। ব্যক্তিগতভাবে সামিটের দায়িত্ব পালনে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
এর আগে আজিজ খানের সহোদরদের মধ্যে ফরিদ খান সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ারস লিমিটেডের চেয়ারম্যান পদে ২০২১ ও ২০২২ সালে দায়িত্ব পালন করেছেন।
সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সামিটের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর হোল্ডিং কোম্পানি সামিট করপোরেশন লিমিটেড এবং সিঙ্গাপুরের সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের চেয়ারম্যান পদে কর্মরত থাকবেন। এছাড়া গ্রুপের অধীনে অন্য কোম্পানিগুলোর পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।