শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি ডিভিডেন্ড ও শেয়ার প্রতি (আয় ইপিএস) ঘোষণা করার জন্য বোর্ড সভার তারিখ জানিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, নিটল ইন্সুরেন্স ও বিডি ল্যাম্পস লিমিটেড।
কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, মিডল্যান্ড ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স ও নিটল ইন্সুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অন্যদিকে, বিডি ল্যাম্পস চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৪ এপ্রিল বিকাল ৩টায়, আল-আরাফা ইসলামী ব্যাংকের ২৫ এপ্রিল দুপুর ২টা ৩৫ মিনিটে, ব্যাংক এশিয়ার ২৫ এপ্রিল ৩টায়, মিডল্যান্ড ব্যাংকের ২৮ এপ্রিল বিকাল ৪.৩০ টায়, এশিয়া ইন্স্যুরেন্সের ২৯ এপ্রিল দুপুর ২টা ৪৫ মিনিটে, নিটল ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল বিকাল ৪টায় এবং বিডি ল্যাম্পের ২৪ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।