বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ – ০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৮৮টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং মিলস্ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সায়।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২১ দশমকি ১৪ শতাংশ। আর ১৪ দশমিক ৪২ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩ দশমিক ৫৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২ দশমিক ২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২ দশমিক ১৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ১১ দশমিক ৯১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১ দশমিক ৪৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১১ দশমিক ৩২ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ১০ দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।