1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ব্র্যাক ব্যাংকের রেকর্ড ৮০০ কোটি টাকা মুনাফা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের ব্রাক ব্যাংক ২০২৩ সালে রেকর্ড ৮০০ কোটি টাকার মুনাফা করেছে, যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি।

ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ব্যাংকটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি আরও বলেন, ব্র্যাক ব্যাংক আগামী ৪ বছরের মধ্যে বাংলাদেশের শীর্ষ বেসরকারি ব্যাংক হতে চায়।

ব্র্যাকক ব্যাংকের ভালো মুনাফা করার অনেকগুলো কারণ রয়েছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের মোট ঋণের ৫৩ শতাংশ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়। আমরা সিএমএসএমই ব্যবসায় দেশের সেরা ব্যাংক।

গ্রাহকের আস্থা ব্র্যাক ব্যাংকের মুনাফার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, গ্রাহক মনে করেন এই ব্যাংকে এসে কখনও ঠকার কারণ নেই।

তিনি আর বলেন, যদিও দেশের অন্যান্য ব্যাংকগুলো সিএমএসএমইতে তেমন ভালো অবস্থান নেই; যেটুকু তাদের রয়েছে, তা মাঝারি ব্যবসায়। এ কারণে আমাদের সিএমএসএমই ঋণ আদায় অনেক ভালো, যার কারণে আমাদের মুনাফা বাড়ছে।

সেলিম আর এফ হোসেন বলেন, আমাদের প্রায় ২৭ হাজার কোটি টাকার বিনিয়োগ ক্ষুদ্র খাতে। যদিও বৈশ্বিক কারণে গত দেড় বছরে কিছুটা গতিমন্থরতা হয়েছে। তবে মার্চ মাসে আমরা দেখেছি এই সিএমএসএমই ঋণে ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। যদিও দেশের সার্বিক ব্যাংকিংয়ে এই ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশের কাছাকাছি।

সিএমএসএমই খাতের পাশাপাশি ব্রাক ব্যাংকের কর্পোরেট ব্যবসাও অনেকগুণ বেড়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।

তিনি আর বলেন, আামাদের ডিপোজিটের ৫০ শতাংশ আসে রিটেইল সার্ভিস থেকে, কর্পোরেট ব্যাংকিং থেকে আসে ৩৫ শতাংশ। এছাড়া এসএমই ব্যাংকিং থেকে আসে ১৫ শতাংশ। আর ঋণের ক্ষেত্রে যদি দেখি, ৫০ শতাংশ আসে এসএমইতে, ৩৮ শতাংশ আসছে কর্পোরেট ব্যাংকিংয়ে আর সাড়ে ১২ শতাংশ আসছে রিটেইল ব্যাংকিং থেকে। এই তিনটা সেগমেন্টে ভালো সমন্বয় থাকার কারণে ব্রাক ব্যাংক ভালো করছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫