সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান মঙ্গলবার (২ মার্চ) পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৬৮ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬ দশমিক ১২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ (আরএসআরএম) লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ১ পয়সা বা ৬দশমিক ০৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ৮ পয়সা বা ৫ দশমিক ৭৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে দেশবন্ধু পলিমার লিমিটেড।
মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, সেন্ট্রাল ফার্মা, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইয়াকিন পলিমার, এটলাস বাংলাদেশ লিমিটেড।