পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৯০ পয়সা। এদিকে আলোচিত সময়ে কোম্পানিটির Solo EPS হয়েছে ৫.০২ টাকা। আগের বছর ছিলো ৩.৬৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩১ টাকা ৪২ পয়সা।
এছাড়া কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৩ টাকা ১৯ পয়সা। যা আগের বছরে ১১ টাকা ৪২ পয়সা ছিলো।
উল্লেখ, আগামী ৩০ মে, ২০২৪ তারিখ (বৃহস্পতিবার) কোম্পানিটির ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল, ২০২৪ তারিখ (মঙ্গলবার)