দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সার্বিক সূচক কমেছে ১ দশমিক ১ শতাংশ। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে ২৩ শতাংশ। অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই সূচক নিম্নমুখী ছিল। এদিন ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৩৪ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৯০১ পয়েন্ট। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ গতকাল ২৬ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৫১ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৮ পয়েন্ট কমে ১ হাজার ২৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৮৫ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, রেনাটা, বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের।
ডিএসইতে গতকাল এক্সচেঞ্জটিতে ৪৪৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪৮০ কোটি টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২৩ দশমিক ২ শতাংশ। এদিন ৪১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বাড়ার বিপরীতে কমেছে ৩১৮টি আর অপরিবর্তিত ছিল ৩৪টির বাজারদর।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২২ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে ছিল ওষুধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৮ শতাংশ দখলে ছিল প্রকৌশল খাতের। ১১ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। মোট লেনদেনের ৮ দশমিক ১ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত। আর খাদ্য খাতের দখলে ছিল লেনদেনের ৮ শতাংশ। গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান, কাগজ ও সেবা খাত।
অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০২ পয়েন্ট কমে ১০ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ১৩০ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৬৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৭০৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ হাজার ৮৭২ পয়েন্ট। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৫৭টির আর অপরিবর্তিত ছিল ২৪টির বাজারদর। গতকাল সিএসইতে ১৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৮ কোটি টাকা।