শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য অর্থবছরের জন্য ঘোষিত ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
মেঘনা পেট্রোলিয়াম
আলোচ্য সময়ে কোম্পানিটি ১৬০ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিল। আগের বছর কোম্পানিটি ১৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।
সি পার্ল রিসোর্ট
আলোচ্য সময়ে কোম্পানিটি ১৭ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিল। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে।