শেয়ারবাজারের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও মিউচুয়াল ফান্ড খাতের সংগঠন এসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) এর একটি প্রতিনিধি দল বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
ড. হাসান ইমামের নেতৃত্বে বৃহস্পতিবার (১৪ মার্চ) এএএমসিএমএফ-এর প্রতিনিধি দলটি বানিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এএএমসিএমএফ-এর প্রতিনিধিরা।
এএএমসিএমএফ-এর প্রেসিডেন্ট ড. হাসান ইমাম শেয়ারবাজারের পরিস্থিতি তুলে ধরেন এবং বাজারের উন্নয়ন ও অগ্রগতিতে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ভূমিকার কথা প্রতিমন্ত্রীকে অবহিত করেন। একইসঙ্গে বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।
বানিজ্য প্রতিমন্ত্রী এএএমসিএমএফ’র প্রতিনিধি দলকে শেয়ারবাজারের উন্নয়নে তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে অন্যান্যদের মধ্যে এএএমসিএমএফ-এর ভাইস প্রেসিডেন্ট ওয়াকার আহমদ চৌধুরীসহ মনিজা চৌধুরী ও সাবিরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।